রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বুড়িচংয়ে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি লোকসানের আশঙ্কা চাষিদের 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচংয়ে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি লোকসানের আশঙ্কা চাষিদের 

কুমিল্লার বুড়িচংয়ে প্রচন্ড খরা ও তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। কয়েক দিনে একটানা প্রচুর তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ ও একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়ছে আমের গুটি। কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার ৯টি ইউনিয়নে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। 

এসব বাগান ঘুরে দেখা গেছে, তুলনামূলকভাবে আম উৎপাদন কম। এছাড়া বেশিরভাগ বাগানে আমের গুটি মাটিতে ঝরে পড়ছে। তবে এখন আমচাষিরা বিশেষভাবে উপজেলা কৃষি অফিসের পরামর্শে পানি দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে। 

বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর এলাকার আম চাষি আনোয়ার হোসেন বলেন, গত বছর থেকে এবার আমের মুকুল অনেক কম। তারপরও মোটামুটি আমের গুটি ভালো এসেছে। কিন্তু প্রচন্ড খরার কারণে আমের গুটিগুলো এখন ঝরে পড়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাগানে এবার অনেক টাকা লোকসানের আশঙ্কায় আছি।

রাজাপুর ইউনিয়নের ভবেরমুড়া এলাকার আমচাষি মো. আবু কাউছার জানান, মুকুল আসার পূর্বে বাগান পরিচর্যা করায় মোটামুটি ভালো এসেছিল। পরবর্তী সময়ে আমের গুটি ভালোই ছিল কিন্তু বর্তমানে প্রচন্ড খরায় গুটি ঝড়ে পড়ছে। এভাবে যদি আম ঝড়ে পড়ে তাহলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার বলেন, আমরা কৃষকদের প্রতিটি বাগানে আম গাছের গোরায় পর্যাপ্ত পরিমাণ পানি স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। এছাড়া আমাদের মাঠ কর্মীরা সার্বক্ষণিক মাঠে থেকে আম চাষিদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।

টিএইচ